সুন্দর প্রশ্ন।
এর উত্তরটা আমাদের চারিপাশেই বিরাজমান। আপনি যদি দেখেন আঞ্চলিক ভাষা আমাদের দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল যেমন- নোয়াখালি, বরিশাল এ বেশি চলে। এর কারণ হলো সীমান্ত।
বাংলাদেশ ভারত ও মিয়ান্মারের সীমানা লগ্ন হওয়ায় ও একই সাথে ইংরেজ ও পাকিস্তানিদের শাসন পাওয়ায় আঞ্চলিক ভাষা রয়েছে। এমন ভাষা সব দেশেই থাকে।
তাছাড়া দেশের মধ্য অঞ্চল যেমন- ঢাকা, কুষ্টিয়া তে ভাষার টান ও শব্দে আঞ্চলিকতা থাকলেও খুব বেশি পার্থক্য যেই যেমনটা আছে নোয়াখালি, বরিশাল বা চট্টগ্রামের ক্ষেত্রে।