Skip to main content
Question
Wasimul Haque Anis
নতুন তথ্যর সন্ধানে,
Asked a question 2 years ago

আমাদের দেশে এতগুলো আঞ্চলিক ভাষা হওয়ার কারন কি ?

কোথায় আপনি?

এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।  

সুন্দর প্রশ্ন।

এর উত্তরটা আমাদের চারিপাশেই বিরাজমান। আপনি যদি দেখেন আঞ্চলিক ভাষা আমাদের দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল যেমন- নোয়াখালি, বরিশাল এ বেশি চলে। এর কারণ হলো সীমান্ত।

বাংলাদেশ ভারত ও মিয়ান্মারের সীমানা লগ্ন হওয়ায় ও একই সাথে ইংরেজ ও পাকিস্তানিদের শাসন পাওয়ায় আঞ্চলিক ভাষা রয়েছে। এমন ভাষা সব দেশেই থাকে।

তাছাড়া দেশের মধ্য অঞ্চল যেমন- ঢাকা, কুষ্টিয়া তে ভাষার টান ও শব্দে আঞ্চলিকতা থাকলেও খুব বেশি পার্থক্য যেই যেমনটা আছে নোয়াখালি, বরিশাল বা চট্টগ্রামের ক্ষেত্রে।

প্রতিটি জেলার নির্দিষ্ট একটি ভাষা রয়েছে, কারণটা আমাদের সমাজ ব্যবস্থা