এই অভূতপূর্ব প্রশ্নের উত্তরটি আমাকে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। এইবারে আপনার প্রশ্নের উত্তরে আসা যাক। আমেরিকার সমস্ত ঘরেই এয়ারকন্ডিশন থাকে আর আমেরিকার ঘরে পাখা ব্যবহার করা হয় যাতে এয়ারকন্ডিশনের হাওয়া টা সমস্ত ঘরে ছড়িয়ে দেওয়া যায়। কিন্তু ভারতে বা বাংলাদেশে ফ্যান এর মাধ্যমেই আমাদের ঘরের উষ্ণতা নিয়ন্ত্রিত হয়ে থাকে। চার ব্লেড এর ফ্যান এর থেকে তিন ব্লেডের ফ্যান হালকা হওয়ায় তিন ব্লেড এর ফ্যান অতিরিক্ত গতির সাথে ঘুরতে পারে। আর তাছাড়াও আরেকটি কারণ থাকতে পারে বলে আমার অনুমান। ভারতে ঘরে ঘরে এসি সাপ্লাই এর ভোল্টেজ 220 ভোল্ট কিন্তু আমেরিকায় তা 110 ভোল্ট।তাই তাদের পাখা কম জোরে ঘুরিয়ে তাদের বিদ্যুতে যাতে কোনো ঘাটতি না ঘটে সেই দিকটা ও লক্ষ্য করা হয়ে থাকতে পারে।

Deawan Ayon
IT Specialists