Skip to main content
Wasimul Haque Anis
নতুন তথ্যর সন্ধানে,
Asked a question last year

আমি কিভাবে গুগলে চাকরি পেতে পারি?

কোথায় আপনি?

এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।  

যদি চাকরির পদটি কোনো কারিগরি বিষয় হয়, তবে জোর দেওয়া হয় কোডিং দক্ষতার ওপর। গুগলে চাকরির প্রায় অর্ধেকই অবশ্য কারিগরি শ্রেণীতেই পড়ে। প্রতিটি চাকরির ক্ষেত্রেই যে মূল বিষয়টি বিবেচনায় রাখা হয় তা হচ্ছে সাধারণ জ্ঞানের দক্ষতা। এ বিষয়টিতে আইকিউয়ের সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক হবে না। এখানে সাধারণ জ্ঞান বলতে বোঝানো হচ্ছে, কোনো বিষয় শেখার দক্ষতা, দ্রুত শেখার ক্ষমতা এবং তা কাজে লাগানোর ক্ষমতা।

 

এই দক্ষতা হচ্ছে অতিসূক্ষ্ম জিনিসের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। গুগলে চাকরির জন্য সাক্ষাত্কার নেওয়ার সময় আচরণগত এ বিষয়গুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়।

লাজলো বক মনে করেন, গুগলে চাকরি পেতে হলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নেতৃত্বগুণ। প্রচলিত নেতৃত্বের পরিবর্তে প্রয়োজনীয় মুহূর্তে সমস্যা সমাধান করার নেতৃত্ব গুণকে গুরুত্ব দেয় গুগল। বক উদাহরণ দিয়ে বলেন, দাবা ক্লাবের আপনি একজন প্রেসিডেন্ট ছিলেন কিংবা বিপণন বিভাগের প্রধান ছিলেন? আপনি কত দ্রুততার সঙ্গে সেই পদে উন্নীত হয়েছেন, গুগল সে বিষয়টি দেখে না; বরং প্রয়োজনের মুহূর্তে আপনার টিমকে আপনি কতটা সমর্থন দিয়েছেন এবং আপনার কাজ কতটা টেনে নিয়েছেন, সেটি দেখে। সমস্যায় পড়লে নেতৃত্ব গুণে সমাধান করার বিষয়টি বিবেচনা করে গুগল। সমস্যা জটিল হলে আপনার ভূমিকা কী হয়, সে বিষয়টিও পর্যবেক্ষণ করে গুগল।

গুগল জব করার জন্য কোনো বিশেষ ডিগ্রি বা প্রয়োজন হয় না।

  • কোডিং করতে জানা লাগবে তার সাথে কোডিং এর খুঁটিনাটি যাচাই করবে তারা। তাই খুঁটিনাটি জানা লাগবে। 
  • প্যারালাল প্রোগ্রামিং জানা লাগবে
  • গণিতের মৌলিক বিষয়ে জ্ঞান রাখতে হবে
  • অপারেটিং সিস্টেম ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান থাকা লাগবে
  • কম্পাইলারস গঠন শেখা জানা লাগবে
  • অ্যালগরিদম এবং ডেটা সোর্স বোঝা লাগবে
  • ক্রিপ্টোলজি জানা লাগবে

এছাড়াও আরও কিছু করার ক্ষমতা থাকা লাগবেঃ 

  • ওপেন মাইন্ড হওয়া লাগবে।
  • টিম ওয়ার্ক  ভালভাবে করা লাগবে।
  • টিম লিড করার ক্ষমতা থাকা লাগবে। 

আরও জানতে পারবেন এখানে ক্লিক 55করে।