আমার স্মার্টফোন দিয়ে আমি অনেক কাজ করে থাকি। যেমন:-
১. সামাজিক যোগাযগমাধ্যমে গুলোতে হাজিরা দিই।
২. ছবি তোলা। ভিডিও করা।
৩. ইসলামিক ওয়াজ দেখি।এছাড়াও ইউটিউব থেকে ফানি ভিডিও, নতুন মোবাইল ফোনের রিভিউ, নতুন বাইক বা কার এবং মাঝে মাঝে বিভিন্ন সমস্যা পড়লে ইউটিউব সেই বিষয়ে ভিডিও দেখে সাহায্য নিয়ে থাকি।
৪. কোনো কিছু না বুঝলে গুগলের সার্চ করে সেটা জানি।
৫. পরিবার ও বন্ধুদের সাথে অডিও এবং ভিডিও কলে কথা বলি। মেসেজ আদানপ্রদান করি।
৬. এলার্ম দিই। তাছাড়া রিমাইন্ডার দিয়ে থাকি।
৭. বিভিন্ন গুরু্বপূর্ণ বিষয় নোট করি।
৮. সময় ও তারিখ দেখি।
৯. অনলাইনে কেনাকাটা করি।
১০. ফোনে টাকা রিচার্জ করি।
১১. বেশির ভাগ টাইম ইন্টারনেট ভিত্তিক কাজ করে থাকি।
১২. লাইটের বিকল্প হিসাবে ব্যাবহার করি।
১৩. হিসাব করার কাজে ব্যাবহার করি।
১৪. মাঝে মাঝে কোরাতে হাজির হয়। এই যেমন এখন হয়েছি। ইত্যাদি কাজ করে থাকি ভাই।