Skip to main content
Md Saddam Hossain
প্রযুক্তি এবং জীবনের ভাবনা
Asked a question 7 months ago

অনলাইনে ভাইরাল হওয়া বা অনেক অপরাধী ধড়া পড়ার পর তাদের পূর্বের ছবি বিশ্লেষণ করলে দেখা যায় একটা নির্দিষ্ট রঙের কাপড়ের সাথে তাদের সম্পর্ক রয়েছে। তাদের অনেকেরই ওই নির্দিষ্ট রঙের কাপড় পড়া অবস্থার ছবি ভাইরাল হয়েছে। বর্তমানে সাব্রিনা নামের একজনের ছবি অনেক ভাইরাল হয় এবং ভুয়া করোনা টেস্টের জন্য গ্রেফতার করা হয়েছে।সোশ্যাল মিডিয়ায় অনেকেই ওই রঙের কাপড়কে দায়ী করে পোস্ট দিতে দেখা যায়। আমার প্রশ্ন হল অনলাইনে ভাইরাল হওয়া বা অপরাধীর অপরাধ করার পেছনে কি কোন রঙ এর ভূমিকা থাকতে পারে?

কোথায় আপনি?

এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।  

Wasimul Haque Anis
নতুন তথ্যর সন্ধানে,

ভাই এইটাতে কোন কাপড়ের ভূমিকা নাই, এইটা শুধু মাত্র একটা কো-ইন্সিডেন্স। ফেসবুকের পোষ্ট গুলা শুধু মজা করার জন্য দেওয়া হয়েছে।