Skip to main content
Question
Asked a question 2 years ago

বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?

কোথায় আপনি?

এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।  

পূর্বে রাজশাহী ছিল কিন্তু এখন চট্টগ্রাম বিভাগ

বাংলাদেশের সবথেকে বড় বিভাগ  চট্টগ্রাম বিভাগ যা ৩৩,৭৭১ বর্গ কিলোমিটার জাইগা জুড়ে অবস্তিত। 

চট্টগ্রাম বিভাগ

Wasimul Haque Anis
নতুন তথ্যর সন্ধানে,

বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম। 

আয়তন: ৩৩৭৭১.১৮ বর্গ কিমি। অবস্থান: ২০°৪৩´ থেকে ২৪°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩২´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর ও মায়ানমারের আরাকান প্রদেশ; পূর্বে ভারতের মিজোরাম, ত্রিপুরা ও মায়ানমারের চীন প্রদেশ এবং পশ্চিমে ভোলা, শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলা। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার পূর্বদিকে বিস্তৃত পার্বত্য অঞ্চল।

জনসংখ্যা ২৪২৯০৩৮৪, পুরুষ ৫২.০৩%, মহিলা ৪৭.৯৭%। মুসলিম ৭৯%, হিন্দু ১২.৬৫%, বৌদ্ধ ৭.০৮%, খ্রিস্টান ০.৮৪%, অন্যান্য ০.৪৩%।

জলাশয় প্রধান নদী: মেঘনা, তিতাস, কর্ণফুলি। উল্লেখযোগ্য দ্বীপ: সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিনস।

প্রশাসন ১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে বর্তমানে চট্টগ্রাম বিভাগ ১১টি জেলা নিয়ে গঠিত। ১৯৯৫ সালের আগস্ট মাসে সিলেট বিভাগ প্রতিষ্ঠা হলে বৃহত্তর সিলেট জেলা চট্টগ্রাম থেকে আলাদা হয়ে যায়। চট্টগ্রাম পৌরসভা ঘোষণা করা হয় ২৭ জুন ১৯৭৭ এবং সিটি কর্পোরেশন গঠিত হয় ৩১ জুলাই ১৯৯০।

বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?