Skip to main content
Question
Wasimul Haque Anis
নতুন তথ্যর সন্ধানে,
Asked a question 11 months ago

বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ঘুরতে যাওয়ার যায়গা কোনটা ?

কোথায় আপনি?

এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।  

ব্যয়বহুল  হবে নাকি সস্তা হবে তা নির্ভর করবে আপানার উপর। কারণ আপনে যদি ৫ স্টার হোটেল থাকেন তাইলে ব্যয়বহুল  হবে আবার সস্তা হোটেলে থাকলে সস্তা। তবে সাধারণত ঢাকা শহর এ ঘুরতে যাওয়া অনেক ব্যয়বহুল হবে বাকি জেলার তুলনাই। আর আমার মতে নিচের শহর গুলো ব্যয়বহুল হল। 

  • ঢাকা ( গুলশান, বানানি এর দিকে ঘুরতে গেলে বুজবেন)
  • চট্রগ্রাম ( মেন চট্রগ্রাম শহর)
  • কক্সবাজার
  • সেন্টমারটিন
  • সাজেক
  • বান্দরবন

আমার মতে এগুলো সেই হিসাবে সিলেট অনেক কম টাকাই ঘুরা যাই। 

আমার জানামতে সবচেয়ে এক্সপেন্সিভ ঘুরতে যাওয়ার ঢাকার গুলসান, বনানী( রেস্টুরেন্ট গুলা বিশেষ করে)

কক্সবাজার

Related Questions

Question Stats

12 views
3 followers
Asked a question 11 months ago
Views this month