ব্যয়বহুল হবে নাকি সস্তা হবে তা নির্ভর করবে আপানার উপর। কারণ আপনে যদি ৫ স্টার হোটেল থাকেন তাইলে ব্যয়বহুল হবে আবার সস্তা হোটেলে থাকলে সস্তা। তবে সাধারণত ঢাকা শহর এ ঘুরতে যাওয়া অনেক ব্যয়বহুল হবে বাকি জেলার তুলনাই। আর আমার মতে নিচের শহর গুলো ব্যয়বহুল হল।
- ঢাকা ( গুলশান, বানানি এর দিকে ঘুরতে গেলে বুজবেন)
- চট্রগ্রাম ( মেন চট্রগ্রাম শহর)
- কক্সবাজার
- সেন্টমারটিন
- সাজেক
- বান্দরবন
আমার মতে এগুলো সেই হিসাবে সিলেট অনেক কম টাকাই ঘুরা যাই।