Skip to main content
Roton Kumar Roy
Asked a question 4 months ago

ভারতে বেড়াতে গেলে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য কোন কোম্পানির সিম/সেবা নিলে ভাল হবে এবং এটি কীভাবে পাওয়া যাবে?

কোথায় আপনি?

এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।  

আপনি একটা কাজ করতে পারেন তা হলো-

আপনার বন্ধুমহলে অথবা চেনা পরিচিত যদি কেউ থাকে যে প্রায়ই ইন্ডিয়া যায় তাহলে তার কাছে থেকে কোনো ইন্ডিয়ান সিম ধার নিতে পারেন।

তাছাড়া ফরেনাররা পাসপোর্ট ও ভিসার মাধ্যমে সিম কিনতে পারবেন। আপনি জিও নিতে পারেন।

তবে আমি বলব এয়ারটেল নেন। এতে ইন্ডিয়ার সব জায়গায় নেট ভালো পাবেন।

Wasimul Haque Anis
নতুন তথ্যর সন্ধানে,

ভারতে এসে ইন্টারনেট ব্যাবহার করার উদ্দেশ্যে সিম নিলে চোখ বন্ধ করে জিও সিম নেবেন। এতে অনেকগুলি প্যাক/প্লান আছে, আপনার পছন্দ মতো রিচার্জ করে নেবেন।

নিচে যে প্যাকগুলি দেখতে পাচ্ছেন, এর থেকে যেকোনো একটা রিচার্জ করলে আপনি প্রতিদিন 1.5 জিবি 4G ডেটা পাবেন। 1.5 জিবি শেষ হয়ে গেলে 2G স্পিডে সারাদিনের জন্য আনলিমিটেড নেট পেয়ে যাবেন। আবার পরের দিন থেকে 4G স্পিড পাবেন। সঙ্গে ভারতের যেকোনো প্রান্তে যেকোনো নাম্বারে আনলিমিটেড কল করতে পারবেন এবং প্রতিদিন 100টি করে এসএমএস পাঠাতে পারবেন।

ভারতে বেড়াতে গেলে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য কোন কোম্পানির সিম/সেবা নিলে ভাল হবে এবং এটি কীভাবে পাওয়া যাবে?

বিদেশিরা কিভাবে ভারতীয় সিম কিনতে পারবে, এটা সঠিক ভাবে বলতে পারবো না। আমার মনে হয় আপনার ভিসা এবং পাসপোর্ট এর মাধ্যমেই সিম নিতে হবে।

সেটি নির্ভর করছে আপনি ভারতের কোথায় বেড়াতে আসছেন। যদি কলকাতা সার্কেল হয় তবে আমি বলব ভোডাফোন বা এয়ারটেল ভালো। এবার সমগ্র ভারতে ঠিকঠাক নেটওয়ার্ক পরিষেবা পেতে জিও ব্যবহার করতে পারেন।

এয়ারপোর্ট লাগোয়া কিসক বা যেকোন মোবাইল দোকান থেকেও আপনি সিম নিতে পারেন।

দু কপি পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্টের পার্সোনাল ডিটেইলস পেজের ফটোকপি। ভিসার ফটোকপি। ভারতের কোথায় থাকবেন তার উপযুক্ত প্রমাণ (হোটেলের বিল)। এবং ভেরিফিকেশনের জন্য এসব ডকুমেন্টের অরিজিনাল কপি দেখতে চাওয়া হবে।

বিদ্র-উত্তরটি কুয়ারা থেকে নেওয়া হয়েছে কারণ প্রশ্নটি কুয়ারা থেকে কপি করা হয়েছে।

Question Stats

7 views
3 followers
Asked a question 4 months ago
Views this month