লাক্ষ্মাদীপ - ভীষণ সুন্দর জায়গা। কিন্তু খরচ খুব বেশি হওয়ার দরুন সাধারণ মানুষের নাগালের এর বাইরে। তাছাড়া আগে থেকে পারমিট নিয়ে যেতে হয়।
লাদাখ - হিমালয় দেখতে চাইলে এখানে যেতে হবে। পুরো লাদাখ উপতাক্যা টাই প্রায় ৩০০০ মিটার এর উপরে অবস্থিত। সুতরাং খরচ বেশি হবে সেটাই স্বাভাবিক।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ - আশা করি গোটা বিশ্ব এর নাম জানে। গোটা বিশ্বের সেরা বীচ গুলোর অন্যতম হতো হ্যাবলক দ্বীপ এর বীচ। আন্দামান সস্তা তেও ঘুরে আসা যায় যদি অক্টোবর থেকে মার্চ এর সময় টা কে এড়িয়ে যাওয়া যায়। কিন্তু তখন প্রচন্ড গরম। আর সাথে সাইক্লোন এর ভয় থাকে।