ইংরেজি পুরোনো প্রবাদ দিয়ে শুরু করি, "Their ain't no such thing as a free lunch." অর্থাৎ, 'বিনামূল্যে কিছুই পাওয়া সম্ভব নয়।' এই যে ফ্রী বা মাগনা ভিপিএন বলেও কিছু নেই। যাকে বিনামূল্যে ভাবা হয়, তার জন্যও ব্যবহারকারীকে বেশ কিছু মূল্য দিতে হয়। যেমন ধরুন, ভিপিএন যখন ব্যবহার করবেন, তখন সেই ভিপিএন প্রোভাইডারের কাছে আপনার ব্রাউজিং এর সকল তথ্য চলে যাবে। কোন ওয়েব সাইটে ঢুকছেন, কী কী ব্রাউজ করছেন ইত্যাদি।
পেইড ভিপিএন প্রোভাইডার গুলোর যদিও ব্যবহারকারীর নিরাপত্তা দেওয়া নিয়ে দায় থাকে, একটা চুক্তি থাকে, যা ফ্রি প্রোভাইডারদের ক্ষেত্রে থাকে না। তারা আপনার সেই ব্রাউজিং এর তথ্য নিয়ে নাড়াচাড়া করতে পারে, ব্যবহার করতে পারে এমনকি বিক্রিও করতে পারে, সাধারণ ক্ষেত্রে তাই ই হয়।
এর পরেও যখন যখন জানতে চাইলেন, দুই একটার নাম করা যেতেই পারে!
১. টাচ ভিপিএন26
২. হোক্স ভিপিএন11
৩. সেটআপ ভিপিএন22 ইত্যাদি।
গুগলে সার্চ দিলে আরো অনেক ভিপিএন হয়তো পেতে পারেন, তবে মাগনা হিসেবে এই তিনটাই এক সময় ব্যবহার করতাম, তাই এদের নামই বললাম।