‘দ্য বুগাত্তি লা ভোয়াতুর নোয়ার’ মডেলের গাড়িটিকে বলা হচ্ছে এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। গাড়িটি প্রথম প্রদর্শিত হয়েছিল জেনেভা মোটর শো ২০১৯-এ। ফ্রান্সের এই কোম্পানিটি তাদের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিলাসবহুল এই গাড়িটির একটি মাত্র কপি নির্মাণ করে।
বাংলাদেশি টাকায় ট্যাক্সসহ গাড়িটির মূল্য প্রায় ১৬০ কোটি টাকা।
কিন্তু সবসময় দামি গাড়ি বানায় রোলস রয়েস।