Backup শব্দটির অর্থ-বিপরীত দিকে ফিরানো (কোনকিছু) ; সমর্থন বা ভরণপোষণ করা (কাউকে)।
এছাড়াও ব্যাকয়াপ বিকল্প বোঝায়।
এই শব্দটাকে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আইসিটি ক্ষেত্রে ব্যাকাপ বলতে বোঝায় তথ্য সংরক্ষিত রাখা।
এছাড়াও এই শব্দটাকে আরও অনেক জায়গায় ব্যবহাত করা হয়।
আপনি যেহেতু নির্দিষ্ট করে বলননি আপনি কোথাকাত ব্যকাপ এর কথা বলছেন তাই নির্দিষ্ট করে উত্তর দেওয়া সম্ভব হলো না।