ব্যবসা বাণিজ্য নিয়ে পরামর্শ চাওয়ার আগে আপনাকে আপানার ব্যবসা বাণিজ্য ধরন উল্লেখ করা উচিত ছিলও। তাইলে ভালও মতো বলা যেত। যাই তাও কিছু বললাম।
- আপানাকে ধর্যশীল হতে হবে।
- সর্বদয় নিজেকে হাসি মুখে থাকতে হবে।
- কিসের ব্যবসা করবেন সেটা নিয়ে ভালও মতো গবেষণা করুন।
- ইনভেস্ট করার সাহস থাকতে হবে।
- চালাকি জানতে হবে।
- মানুষ এর মন জয় করতে হবে।
- প্রচার করতে হবে।
আরও অনেক উপাই আছে ব্যবসা অনুযায়ী। তবে এগুলো সব ব্যবসা এই টিপস সাথে যাই।