MSB Ask প্লাটফর্মে যে যে ফিচারস অ্যাড করলে ভালো হবে
১.উত্তরবিহীন প্রশ্নের জন্য অপশন তৈরি
২.সাইটটিতে অ্যান্ড্রয়েড ভার্সন ফোনের জন্য সুবিধা বাড়ানো।যেমন-রেপুটেশন স্কোর দেখার ব্যবস্থা।ফোনে অনেক আগে যেসব প্রশ্ন করছি সেগুলো দেখা যায় না।No items দেখায়।এটা হয়ত কখনো খেয়াল করেননি।
৩.মেইন বিভাগগুলো বাড়ানো
৪.প্রশ্ন বাম্প করার ব্যবস্থা
৫.অ্যাপ আরো উন্নত করা।
৬. 'Members' নামে একটি অপশন তৈরি করা যেখানে সব সদস্যের নাম থাকবে ও কে কত সংখ্যক প্রশ্ন, উত্তর, পোস্ট দিয়েছে তা লেখা থাকবে।
৭.প্রশ্ন request করার ক্ষেত্রে যারা প্রশ্নের বিষয়ে দক্ষ তারা যেন তালিকায় আগে আসে।
আরো কিছু মনে হলে জানাব।
ধন্যবাদ ।