থাকা খাওয়া সময় সব কিছু আপনার উপর। মূলত ইউরোপ একটু খরচ বেশি তবে সঠিক সময় ও জাইগাই থাকলে খরচ অনেক কম হবে। সুইজারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড এর মতো জাইগাই অনেক খরচ হবে তবে লাটভিয়া অথবা ইষ্টোনিয়ায় এর মত দেশে যান খরচ বলা যায় ঢাকার মত প্রায়।
আরও জানতে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলুন। তাদের নির্দিষ্ট প্যাক নিয়ে ভালওভাবে দেখে আসতে পারেন।