এই একটা জিনিসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের পুরা জীবনটাই বদলে যাবে। আসলে অনেক সময় মানুষ অপ্রয়োজনীয় জিনিসটাকেই প্রয়োজনীয় বানিয়ে জীবনকে কমপ্লেক্স বানায় ফেলে। তাই কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় সেই বিষয়ে পরিস্কার ধারনা থাকা দরকার।
এর জন্য Netflix এর এই ডকুমেন্টারিটা দেখতে পারেন, আশা করি এই ব্যাপারে ধারনা পরিস্কার হয়ে যাবে। https://netflix.com/theminimalists14