Skip to main content
Asked a question 2 months ago

কিভাবে ইংরেজি ভাষায় দক্ষ হতে পারি?

কোথায় আপনি?

এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।  

Masuk Sarker Batista
Founder & CEO of MSB Academy

গ্রামার এর বেসিক বিষয়গুলার উপর স্পষ্ট ধারনা রাখবেন। আর আপনার যে জিনিস দেখতে ভালো লাগে সেগুলা ইংলিশ ভাষায় দেখবেন। হতে পারে সেটি মুভি বা ইউটিউব ভিডিও। আর দেখার সাথে সাথে নিজে নিজে তাদের সাথে সেইম কথাগুলা বলার চেষ্টা করতে থাকবেন। 

মাঝে মাঝে নিজেকে নিজে ইংলিশে প্রশ্ন করবেন, উত্তর দিবেন। বন্ধুদের সাথে ইংরেজিতে চ্যাট করবেন। তাহলে দেখবেন ধিরে ধিরে আপনার নিজের অজান্তেই আপনি ইংলিশে দক্ষ হয়ে গেছেন।