বেশিরভাগ ফোন রুট করা যায়। কিন্তু এন্ড্রয়েড নোগাট ভার্সন থেকে পরের ভার্সন গুলো এপস দিয়া রুট করতে সমস্যা হয়। তাই এসব নিউয়ার ফোন গুলো রুট করতে পিসি দরকার হয়। রুট আপনার ফোনের জন্য ক্ষতিকর তাই বিস্তারিত বলছিনা
আর হ্যা এন্ড্রয়েড ফোন ব্যতিত অন্য কোন ফোন রুটের প্রশ্ন নাই। কারন এন্ড্রয়েড হচ্ছে লিনাক্স কার্নেল থেকে উৎপত্তি। যাহারা লিনাক্স চালান তাহারা জানেন রুট ইউজার কি। রুট ইউজার বা সুপার ইউজার হচ্ছে সিস্টেম ফাইল দেখা, এডিট, ডিলিট ইত্যাদির অনুমতি। অন্য ফোনে এই ধরনের সুপার ইউজার পার্মিশন প্রশ্ন না থাকায় রুটের প্রশ্ন নাই। তবে সিকিউরিটি ভেঙ্গে মডিফাই করার ব্যবস্থা আছে যা ঐসকল ফোনে ভিন্ন নাম। যেমন আইফোনের ক্ষেত্রে বলা হয় জেইলব্রেক। কিন্তু জেইল ব্রেক সুপার ইউজার পার্মিশন নয় তাই রুটের সাথে তুলনা ঠিক নয়।