হুম সম্ভব। কিন্তু কথা হচ্ছে আপনি কিভাবে ইনকামটা করতে চান?
কম সময়ে ইনকাম শুরু করতে চাইলে চাকরি করা বেস্ট। যেকোনো সেক্টরে এক্সপার্ট হয়ে তারপর একটা জবে ঢুকে যান।
আর বিজনেস করে কম সময়ে ইনকাম হয়ত সম্ভব কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট আপনার শুরুতেই লাগবে। এছাড়া বিভিন্ন সমস্যা সামনে আসবে, রিস্ক আসবে। তাই কম সময়ে ইনকাম শুরুর ক্ষেত্রে বিজনেস আমি কখনোই Recommend করব না।