Skip to main content
Md Saddam Hossain
প্রযুক্তি এবং জীবনের ভাবনা
Asked a question 6 months ago

করোনা ভাইরাস মানুষ ব্যাতিত অন্য পশুতে ছড়ানোর সম্ভাবনা কতটুকু?

কোথায় আপনি?

এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।  

আমার জানা মতে পশুর মাধ্যমে ছড়াতে পারে। তবে কুকুর, বিড়ালের হয় কিন্ত নির্দিষ্ট ধরণের করোনভাইরাসগুলি হয় আমারা যেটি নিয়ে ভয় করসি novel coronavirus বা covid19 সেটি হয় না। তাই তাদের মরে যাওয়া কথা না। আরও জানতে পারেন https://www.akc.org/expert-advice/news/can-dogs-get-coronavirus/10

আমি কুকুর, বিড়াল, বাঘ এর করোনা হওয়ার নিউজ দেখেছি। কিন্তু কোনো পশুই এখন পর্যন্ত মারা যায়নি।  

তারা মানুষদের মাধ্যমেই সংক্রামিত হয়ছে। কিন্তু কুকুর, বিড়াল বা পশুর মাধ্যমে করোনা ছড়ায় না কিন্তু তারা আক্রান্ত হতে পারে মানুষের মাধ্যমে।

https://www.google.com/amp/s/amp.dw.com/bn/%25E0%25A6%258F%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%2598%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25B6%25E0%25A6%25B0%25E0%25A7%2580%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%2593-%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A7%258B%25E0%25A6%25A8%25E0%25A6%25BE-%25E0%25A6%25AD%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25B8/a-53026145

এখনো পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা হয নি। সম্ভবত ছড়াবে না। কারণ পশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

করোনা ভাইরাস বর্তমানে বিশ্বাঙ্গনে এক আতঙ্কের নাম। করোনা ভাইরাস নিয়ে প্রতিদিনই নিত্য নতুন তথ্য বেড়িয়ে আসছে। গবেষকরা এখনও এটা নিয়ে গবেষণা করে আসছে। ধারণা করা হয়, করোনা ভাইরাস প্যাঙ্গোলিনের মাধ্যমে ছড়িয়েছে। এটি একটি বন্য প্রাণী। ভাইরাস মূলত বিভিন্ন প্রাণীর মাধ্যমে মানবদেহে ছড়ায়, যেমন: বাদুর হতে নিপা ভাইরাস, বানর হতে এইআইভি ভাইরাস ছড়ায়। মানবদেহে নতুন যেসব সংক্রমণ দেখা যায় তার বেশিরভাগই আসে প্রাণী, বিশেষত বন্যপ্রাণী থেকে। তবে ভাইরাস সম্পর্কে আগে ধারনা ছিল যে প্রাণী হতে মানবদেহে সংক্রমিত হলে তা আর প্রাণিতে সংক্রমিত হয় না। কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে এক নতুন তথ্য বেড়িয়ে এলো। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির ব্রংস চিড়িয়াখানার এক বাঘ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শুকনো কাশি ও ক্ষুধামন্দা দেখা দেওয়ায় তার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। চিড়িয়াখানাটির রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত আক্রান্ত এক কর্মীর সংস্পর্শে এসে বাঘটি আক্রান্ত হয়। অর্থাৎ মানুষ হতে অন্য প্রাণিতে ছড়িয়েছে।

গবেষণায় ভাইরাসবাহী কণা নাকে দিয়ে প্রাণীদের মধ্যে সংক্রমিত করার চেষ্টা করেন গবেষকরা। এ পরীক্ষায় দেখা যায়, সংক্রমণের উচ্চঝুঁকিতে রয়েছে বিড়াল। আক্রান্ত বিড়াল থেকে ভাইরাসটি মানুষের মধ্যে ছড়াতে পারে।

অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে দেখা যায়, কুকুরের মধ্যে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা কম। সেই সঙ্গে কম ঝুঁকিতে রয়েছে শুকর, মুরগি ও হাঁস।

মূলত, এই করোনা সংক্রান্ত অনেক তথ্য এখনও জানা যায়নি। এ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।

অন্য কোন পশুতে আক্রমণ করে কোন সম্ভাবনা নেই