১. ক্যাথোলিক অর্থ 'সার্বজনীন' ও প্রটেস্টেন্ট অর্থ 'আন্দোলনকারী'। খ্রিষ্টানদের মধ্যে ক্যাথোলিকদের সংখ্যা সবচেয়ে বেশি।
২. ক্যাথোলিকেরা যীশু খ্রিষ্টের মূর্তি ও বিভিন্ন ছবি বানিয়ে প্রার্থনা করে। প্রটেস্টেন্টরা যীশুকে পূজা করার সময় কোনো ধরনের মূর্তি কিংবা ছবি ব্যবহার করে না। চার্চে মূর্তির সামনে প্রার্থনা করা প্রটেস্টেন্টদের জন্য সম্পূর্ন নিষিদ্ধ।
৩. ক্যাথোলিক মতে যীশু খ্রিষ্ট্রের উপর বিশ্বাস রাখার পাশাপাশি পাপ কাজের জন্য ক্ষমা না চাইলে পরকালে মুক্তি মিলবে না। প্রটেস্টেন্ট মতানুসারে যীশু খ্রিষ্ট অলরেডি মানুষের পাপের জন্য নিজের জীবন দিয়েছেন। তাই একমাত্র যীশু খ্রিষ্ট্রের উপর বিশ্বাসই যথেষ্ট পরকালে মুক্তির জন্য।
৪. ক্যাথোলিকেরা একজন পোপ (ধর্মগুরু) নির্বাচন করেন যাকে সম্মানের দিক থেকে যীশু খ্রিষ্টের পরেই স্থান দেয়া হয়। চার্চের প্রধান হচ্ছে পোপ। পোপ ঈশ্বর ও মানুষের মধ্যে সেতুবন্ধন স্থাপন করে এটাই ক্যাথোলিকদের বিশ্বাস। প্রটেস্টেন্টরা কোনো পোপ নির্বাচন করে না। চার্চের প্রধান হচ্ছে পোপ এটাও মানে না। তাদের বিশ্বাস চার্চের প্রধান হচ্ছে যীশু খ্রিষ্ট। কোনো পোপ নয়।
৫. কিছু ক্যাথোলিকেরা যীশুর পাশাপাশি মৃত বিভিন্ন ধর্ম যাজকদের (খ্রিষ্টান পীর দরবেশ) কাছেও প্রার্থনা করে। প্রটেস্টেন্টরা মৃত ধর্মগুরুদের কাছে প্রার্থনা করে না। একমাত্র যীশু খ্রিষ্টের কাছে প্রার্থনা করে প্রটেস্টেন্টরা।
৬. ক্যাথোলিক মতে মা ম্যারি ছিলেন একেবারে নিষ্পাপ এক নারী। উনি জীবনে কোনো পাপ করেন নি। প্রটেস্টেন্টদের মতে মা ম্যারি নিষ্পাপ ছিলেন না। একমাত্র যীশু খ্রিষ্টকেই নিষ্পাপ মানে প্রটেস্টেন্টরা।
৭. ক্যাথোলিকদের বাইবেলের ৭৩ বইয়ের কালেকশনের মধ্যে সবগুলো বই প্রটেস্টেন্টরা গ্রহন করে না। ক্যাথোলিকদের বাইবেলের ৭ টি বই বাদ দেয় প্রটেস্টেন্টরা।