Skip to main content
Asked a question 8 months ago

নন-ডিসজাংশন কাকে বলে?

কোথায় আপনি?

এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।  

মায়োসিস কোষ বিভাজনের সময় অ্যানাফেজ ধাপে হোমোলগাস ক্রোমোজোমগুলোর যে কোনো একটি জোড়ার ক্রোমোজোম দুটির একটি অপরটি থেকে পৃথক না হয়ে দুটিই যে কোনো মেরুতে চলে যায়। এ অবস্থাকে নন-ডিসজাংশন বলে।

যে কোনো একটি বিশেষ ক্রোমোজোমের নন-ডিসজাংশন ঘটলে একসাথে কতগুলি লক্ষণ দেখা যায়, তাকে সিনড্রোম বলে।

নন-ডিসজাংশন কাকে বলে?
নন-ডিসজাংশন

মায়োসিস কোষ বিভাজনের সময় অ্যানাফেজ ধাপে হোমোলগাস ক্রোমোজোমগুলোর যে কোনো একটি জোড়ার ক্রোমোজোম দুটির একটি অপরটি থেকে পৃথক না হয়ে দুটিই যে কোনো মেরুতে চলে যায়। এ অবস্থাকে নন-ডিসজাংশন বলে।

বেশি বয়সে মা হওয়ার সমস্যা -
'নন ডিসজাংশন'এর সম্ভবনা বাড়ে। বাচ্চা তৈরীতে ২৩টা ক্রোমোজোম অংশ নেয়ার বদলে অংশ নিয়ে নেয় কম অথবা বেশি ক্রোমোসোম। যার ফলে নতুন বাচ্চা অনেক ভয়ংকর ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে।
বেশি বয়সে বাবা হওয়ার সমস্যা -
বাবার দেয়া ২৩টা ক্রোমোসোমে 'স্পন্টেনাস মিউটেশন'এর চান্স বাড়ে। এটার কারণে বাচ্চার অনেক ভয়ংকর সমস্যা হওয়ার চান্স থাকে।
উপসংহার -
আপনার ছেলেমেয়েকে উপযুক্ত সময়ে বিয়ে দিন। সুস্থ্য নাতি নাতনির মুখ দেখুন।
জনস্বার্থে - আলিম আল রাজি।

Wasimul Haque Anis
নতুন তথ্যর সন্ধানে,

মায়োসিস কোষ বিভাজনের সময় অ্যানাফেজ ধাপে হোমোলগাস ক্রোমোজোমগুলোর যে কোনো একটি জোড়ার ক্রোমোজোম দুটির একটি অপরটি থেকে পৃথক না হয়ে দুটিই যে কোনো মেরুতে চলে যায়। এ অবস্থাকে নন-ডিসজাংশন বলে।