আপনার একটি শরীর আছে। শরীরের বাহিরের অংশে যা কিছু দেখতে পাচ্ছেন- কোথায় হাত, কোথায় চোখ, কোথায় মুখ, কোথায় কোন জিনিষ সেট করা আছে আর গায়ের রং কেমন সব কিছুই ডিজাইন করা। আর শরীরের ভিতরের অংশে থেকে বাহিরের অংশগুলোকে সচল রাখার জন্য বা কাজ করানোর জন্য যা যা আছে সব কিছুই ডেভেলপমেন্ট করা।
ওয়েব সাইটে বাহিরে থেকে আমরা যা দেখতে পাই সব কিছুই ওয়েব ডিজাইন। আর সেই ওয়েবসাইটের কোন বাটনে ক্লিক করলে কি হবে, কোন ফর্ম পূরণ করলে কোথায় কি হবে, কোন ইলিমেন্টে কোন অপারেশন হবে সব কিছুই ওয়েব ডেভেলপমেন্ট।
কোথায় আপনি?
এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।