পুলিশের কারনে হোক বা অকারনে হোক গায়ে হাত তোলার কোন আইনগত অধিকার নেই।
পুলিশ যদি বিনা কারণে আপনার গায়ে হাত তোলে-
এসপি বরাবর লিখিত অভিযোগ দিন। সাথে যদি প্রমান স্বরুপ কোনো ভিডিও, অডিও, ছবি অথবা সাক্ষী থাকলে উল্লেখ করবেন। ভুল করেও থানায় অভিযোগ করবেন না। তাহলে আপনাকে এটা সেটা বুঝিয়ে সমাধান করে দিবে।
যোগাযোগের ঠিকানা-
আইজিপি কমপ্লেইন সেল-
০১৭৬৯৬৯৩৫৩৫
০১৭৬৯৬৯৩৫৩৬
মোবাইল নম্বরে complain@police.gov.bd5 ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।