মাসুক ভাই লোকেশন ট্রাক নিয়ে ২টা ভিডিও বানিয়েছেন। আপনি আই আম আই এর টা দেখতে পারেন।
পুলিশকে জড়িত না করে আমি কীভাবে আমার হারিয়ে যাওয়া ফোনটি আইএমইআই নম্বর ব্যবহার করে ট্র্যাক করতে পারি?
কোথায় আপনি?
এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।
মূলত পুলিশদের কাছে IMEI ট্রাকার থাকে যা দিয়ে সহজেই তারা IMEI নাম্বার দিয়ে ফোন ট্রাক করতে পারে। আবার তাদের কাছে সিম কোম্পানি বিশেষ নাম্বার থাকে যেই ফোন দিয়ে পরিচয় দিয়ে আপনে কারো নাম্বার দিয়ে তার ফোন ট্রাক করতে পারেন। তবে এর জন্য অবশ্যই পুলিশ, রাব, আর্মি এর পোস্ট এ থাকতে হবে। আর যেকোন পুলিশ অফিসার চাইলেই এই সার্ভিস নিতে পারে না। সিম কোম্পানি নির্ধারিত উচ্চ পদের অফিসার এ শুধু পারে।
তবে আপনে Find my device7 দিয়ে android ফোন খুজতে পারেন। তবে সেই ফোন এ ইন্টারনেট চালু থাকতে হবে। আর অ্যাপেল এর জন্য Find IPhone নামে অ্যাপ আছে।
আরও বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও তেঁ
পুলিশদের কাছে গেলে খুব সহজে এই কাজ করতে পারবেন।
তবে গুগুল এর লস্ট ডিভাইস দিয়েও লোকেশন দেখা যায় যদিও অনেক সময় এটা সঠিক ভাবে কাজ করে না।
এই দুইটা ভিডিও দেখতে পারেন-
পারবেন না। সিম অপারেটর কোম্পানিগুলো ক্ষেত্রবিশেষে মোবাইল ট্র্যাক করতে পারে কিন্তু তারা এই ব্যাপারে কখনো সহযোগীতা করবে না। অনেকেই অনেক পদ্ধতির কথা বলে। কাজের কাজ কখনো হয় না। আমার পাশের রুমের ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার সখের আই ফোনটা হারিয়ে যাওয়ার পর বহু কায়দা করেও কোন লাভ হয়নি। পুলিশই আপনার শেষ ভরসা..