মূলত পণ্য এর কারখানা থেকে বের হয়ে গ্রাহক হাতে সরাসরি পৌঁছানো কে বুজানো হয়। এতে করে পণ্যটির দাম কম ও পাইকরি দামে কেনা ও খুচরা ব্যবসায়ীরা থাকবে না।

Ornob Hossain
Have a good Day
এই MSB Ask কমিউনিটিতে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তাই নতুন হলে সাইনআপ করুন, আর আগেই থেকেই অ্যাকাউন্ট থাকলে লগিন করুন।
মূলত পণ্য এর কারখানা থেকে বের হয়ে গ্রাহক হাতে সরাসরি পৌঁছানো কে বুজানো হয়। এতে করে পণ্যটির দাম কম ও পাইকরি দামে কেনা ও খুচরা ব্যবসায়ীরা থাকবে না।
সরাসরি বলতে বোঝায় মাঝখানে কোনো দালাল থাকবে না। মানে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সরাসরি সম্পর্ক থাকবে।
সরাসরি উৎপাদক থেকে ভোক্তার মাধ্যমে পণ্য বিক্রি করা। যেখানে কোন মিডিয়া থাকবে না। যেমন পাইকারী বা খুচরা ব্যবসায়ী থাকবে না।
সরাসরি পণ্যবিনিময়ের মাধ্যমে ব্যবসা বলতে বোঝায় উৎপাদনকারী এবং গ্রাহক এর মধ্যে পণ্য ও টাকার আদান প্রদান। যেমন-
আমাদের দেশের কৃষক এর কাছে থেকে যখন প্রথমে কোনো ডিলার অনেক কম দামে খাদ্যশস্য কিনে দোকানে ছারে যেমন- স্বপ্ন, মিনাবাজার তারপর আবার তারা কাস্টমার বা সাধারণ জনগণের কাছে অনেক টাকায় বেচে।
যদি মধ্যেকারের কোনো ডিলার বা দোকান না থাকত শুধু কৃষক এবং সাধারণ মানুষ থাকত তাহলে এত দাম দিয়ে আমাদের খাদ্যপণ্য কিনতে হতো না কৃষকরাও লাভবান হতেন।
এই ভাবে গ্রাহক ও উৎপাদনকারী এর মধ্যে ডাইরেক্ট ব্যবসাই হলো সরাসরি পণ্য বিনিময়ের বাণিজ্য।