সরাসরি পণ্যবিনিময়ের মাধ্যমে ব্যবসা বলতে বোঝায় উৎপাদনকারী এবং গ্রাহক এর মধ্যে পণ্য ও টাকার আদান প্রদান। যেমন-
আমাদের দেশের কৃষক এর কাছে থেকে যখন প্রথমে কোনো ডিলার অনেক কম দামে খাদ্যশস্য কিনে দোকানে ছারে যেমন- স্বপ্ন, মিনাবাজার তারপর আবার তারা কাস্টমার বা সাধারণ জনগণের কাছে অনেক টাকায় বেচে।
যদি মধ্যেকারের কোনো ডিলার বা দোকান না থাকত শুধু কৃষক এবং সাধারণ মানুষ থাকত তাহলে এত দাম দিয়ে আমাদের খাদ্যপণ্য কিনতে হতো না কৃষকরাও লাভবান হতেন।
এই ভাবে গ্রাহক ও উৎপাদনকারী এর মধ্যে ডাইরেক্ট ব্যবসাই হলো সরাসরি পণ্য বিনিময়ের বাণিজ্য।