আমার জানা মতে চোরাই ফাইল তৈরি করা খুব কঠিম কিছু না। কেউ যখন চোরাই ফাইল তৈরি করে সে অনেকভাবে লাভবান হতে পারে-
আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ক্রাক ফাইল ব্যবহার করি। কেউ যদি ক্রাক ফাইল তৈরি করে অবশ্যই তা ছাড়ার জন্য তথা মানুষের কাছে পোছানোর জন্য কোনো ওয়েবসাইটও তৈরি করে। তো যখন মানুষ ক্রাক ফাইল ডাউনলোড করতে যায় তখন ওসব ওয়েব সাইটে প্রচুর এড আসে এবং যখন কেউ ওসব এডে ক্লিক করে তখন এডের মাধ্যমে টাকা অর্জন করে তারা লাভবান হয়।