চাইলেই বিজনেস শুরু করা যায় না। বিজনেস ভালোভাবে শুরু করতে প্রথমেই লাগবে বিশাল মূলধন, আর স্বল্প মূলধন নিয়ে বর্তমানে বিজনেস শুরু করলে একটু সমস্যাতেই বিজনেস নড়বড়ে হয়ে যাবে। কারণ চাকরির মতো বিজনেস শুধু এক নিয়মে চলে না।
কর্মচারীদের বেতন দেয়া,... (More)
এই বিষয়ের উপর যেকোনো প্রশ্ন, উত্তর অথবা নিজের নলেজ শেয়ার করতে চাইলে লগইন করুন।
চাইলেই বিজনেস শুরু করা যায় না। বিজনেস ভালোভাবে শুরু করতে প্রথমেই লাগবে বিশাল মূলধন, আর স্বল্প মূলধন নিয়ে বর্তমানে বিজনেস শুরু করলে একটু সমস্যাতেই বিজনেস নড়বড়ে হয়ে যাবে। কারণ চাকরির মতো বিজনেস শুধু এক নিয়মে চলে না।
কর্মচারীদের বেতন দেয়া,... (More)
কিছু মানুষ শুধু স্বপ্ন দেখাতেই আনন্দ পান, বাস্তবায়নে নয়। এরা শুধু তাদের স্বপ্ন নিয়ে গালগল্প করেই আনন্দ পান কিন্তু তা বাস্তবায়নের জন্য যে কঠোর পরিশ্রম দরকার তা করতে আগ্রহী নন।
আর ব্যবসা মানেই লাভ লজের একটা হিসাব থাকে। আর সবাই... (More)
নাম বলা শুরু করলে অনেক সুন্দর না বলা যাবে। কিন্তু আপনি আপনার সাইটে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন তার সাথে সামঞ্জস্য রেখে নাম নির্ধারণ করতে হবে। আর .com ডোমেইন ফাকা আছে নাকি সেটাও চেক দেখার বিষয় :)
অবশ্যই অনলাইন লারনিং প্ল্যাটফর্ম হিসাবে MSB Academy :D