সম্ভবত আপনার ইন্টারনেট স্লো। অথবা শুধু ইউটিউবেই সমস্যা হলে ইন্টারনেট প্রভাইডারের সাথে এই ব্যাপারে জানান।
Masuk Sarker Batista 4,319 Founder & CEO of MSB Academy
আমি শিখতে এবং শিখাতে পছন্দ করি। আর এর জন্যই তৈরি করেছি MSB Academy, MSB Cloud, MSB Ask এবং MSB Jobs এর মতো সব প্লাটফর্ম। প্রথমটি হচ্ছে বাংলাদেশের #১ নাম্বার অনলাইন এডুকেশন প্লাটফর্ম। আর দ্বিতীয়টি হচ্ছে, বাংলাদেশের সর্বপ্রথম ফ্রিলান্সিং মার্কেটপ্লেস। MSB Ask হল একটি প্রশ্ন-উত্তর এবং নলেজ শেয়ারিং প্লাটফর্ম এবং MSB Jobs হচ্ছে বাংলাদেশের বৃহৎ অনলাইন জব সাইট। এছাড়া MSB Official নামে আমাদের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, যেখানে আমরা ইন্টারন্যাশনালি বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি।
আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি বিভিন্ন ফ্রী শিক্ষামূলক এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। এছাড়াও আমি Udemy এবং Skillshare প্লাটফর্মের একজন বেস্টসেলিং ইন্সট্রাক্টর এবং আমার আন্ডারে গ্লোবালি আছে প্রায় ১৭০,০০০+ স্টুডেন্টস।
এই ব্যাবহারকারীকে কোন প্রশ্ন প্রকাশ্যে অথবা নামবিহীন ভাবে করতে চাইলে লগিন করুন।

কোন কিছু হ্যাক করতে চাইলে আপনাকে হ্যাকিং এর বেসিক থেকে আডভান্স সব কিছু ভালোভাবে বুঝে শিখতে হবে এবং বিভিন্ন প্রকার হ্যাকিং টুলসের ব্যবহার সম্পর্কে জানতে হবে। আর সব কিছু যখন একবার শিখে যাবেন, তখন আপনি সাইবার ওয়ার্ল্ডের বিভিন্ন জিনিস হ্যাক... (More)

আপনার প্রোফাইল ভিজিট করলেই আপনি আপনার নামের নিচে টোটাল পয়েন্ট দেখতে পারবেন https://share.msbofficial.com/nOuXo4RZ

এই ভিডিওটি দেখতে পারেনঃ

টাকা ইনকামের জন্য বা কোন সুবিধা আদায়ের জন্য অবৈধ কাজ চোখ খোলা বা বন্ধ করে করা সব ক্ষেত্রেই গুনাহ-এর কাজ।

এই ভিডিওটি দেখুনঃ https://help.msbask.com/articles/214631

জি যাবে কিন্তু কাজ করতে কম্পিউটার লাগবে।
কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়াই ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট করে মাসে ৫০০-১০০০ ডলার Passive Income করতে চাইলে জয়েন করে ফেলুন স্পেশাল এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সে। কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্যাসিভ... (More)

একটু বাজেট বাড়িয়ে এই ল্যাপটপটা কিনতে পারেন Dell Inspiron 15 5515 AMD Ryzen 7 5700U 15.6" FHD - গুগলে এই নামটা লিখে সার্চ করলেই ল্যাপটপটার সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন।

এইটা নির্ভর করবে রুমের সাইজের উপর আর আপনি কোন ধরনের acoustic foam ব্যাবহার করবেন তার উপর। এই ভিডিওটি দেখতে পারেনঃ

৫০% কমিশন পাবেন আর আপনার লিঙ্ক ব্যাবহার করে কেও কোর্স কিনলে পাবেন ৭০%। এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে এই লিঙ্ক চেক করুনঃ https://support.msbacademy.com/778278-Instructor

কোন রেডি টেম্পলেট ব্যাবহার করা হয় নাই। হেভি কাস্টমইজ করে বানানো হয়েছে সাইটটি।

এই ভিডিওটি ফলো করতে পারেনঃ

এর জন্য অনেক ফ্রি সার্ভিস হয়েছে কিন্তু ফ্রিগুলোতে ভয়েস মানুষের কণ্ঠের মত হয় না। অনেকটা রবোটিক হয়। আর আপনি যদি মানুষের কণ্ঠের মত ভয়েস চান, তাহলে আপনাকে পেইড সার্ভিস ব্যাবহার করতে হবে।
এই ক্ষেত্রে আপনি Play.ht12 ওদের সার্ভিসটি ব্যাবহার করতে... (More)

সেই কাপড়ে লেগে থাকা মরিচার দাগ তোলার জন্য লেবু বা ভিনেগারের সঙ্গে লবণের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটি দাগে লাগিয়ে কিছুক্ষণ রেখে সাবান–পানি দিয়ে ধুয়ে নিলেই হবে।

অবশ্যই শিক্ষা নেয়া উচিৎ। কারণ অ্যাপ বানাতে প্রোগ্রামিং জানা লাগে। তাই মোবাইল অ্যাপ তৈরির জন্য আপনি অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স করতে পারেন। Check it https://www.msbacademy.com/course/android-app-development16

এই উত্তর তারাই দিতে পারবে যাদের অ্যাকাউন্ট টার্মিনেট হয়েছে!! আমার যা মনে হয়, অ্যাকাউন্ট টার্মিনেট হলে লাস্ট পেমেন্টটা তারা আর দিবে না। (অন্যান্য প্লাটফর্মের অভিজ্ঞতা থেকে বললাম)

ইংলিশের ক্ষেত্রে Audible, যেটা অ্যামাজন কোম্পানির।
আর বাংলা Audio Book এর ক্ষেত্রে Kuku FM অ্যাপটা ইউস করে দেখতে পারেন।

দারিদ্র্যসীমা একটি কোনো ব্যক্তির আয়ের একটি সীমারেখা যা ঐ ব্যক্তির জীবনযাপনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় মৌলিক দ্রব্যসমূহের মূল্যের সমষ্টি। বিভিন্ন দেশের দারিদ্র্যসীমা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
আরও বিস্তারিত জানতে এই প্রশ্নের উত্তরগুলো দেখুনঃ https://www.msbask.com/question/daaridr-siimaa-kaake-ble-5e7f00b3f65a7c216f2ca1b010