অনলাইন অনলাইন করে অনেকেই এই সেক্টরে বুঝে না বুঝে ভীর জমাচ্ছে। একটু খেয়াল করলে দেখা যাবে ১০০ জনের মধ্যে মাত্র ৫ জন অনেক বেশি সফল, আর বাকি সবার অবস্থা কোনরকম। কিন্তু কেন? কখনো ভেবে দেখেছেন?
সঠিক এবং তীক্ষ্ণ মার্কেটিং স্কিল না থাকলে এই যুগে ডিজিটাল মার্কেটিংকে সহজ ভেবে আপনি আকাশ কুসুম চিন্তা করতেই পারেন কিন্তু বাস্তবতা এত সহজ না। বাজেট, অভিজ্ঞতা, স্কিল এবং ঠিকভাবে সবকিছু Implement করতে পারলেই অনলাইন বিজনেসে সাকসেসফুল হতে পারবেন (সহজেই) 💥